‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৫| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:০৬
অ- অ+
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম

‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী বৃহস্পতিবার সর্বদলীয় এই বৈঠক হবে। কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে সেদিনই স্পষ্ট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মাহফুজ আলম বলেন, ‘আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে আমরা আশা করছি। ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে সেদিনই স্পষ্ট হবে।’

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

‘মার্চ ফর ইউনিটি’ নামে সেদিন ওই সমাবেশটি হলেও ঘোষণাপত্র নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হওয়ায় জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

পরে ৯ জানুয়ারি এক সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে চলতি সপ্তাহে আলোচনা করা হবে। তবে ১৫ জানুয়ারি এই ঘোষণা প্রকাশের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ে তা ঘোষণা নাও হতে পারে। কয়েক দিন বেশিও লাগতে পারে।

এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনমত তৈরিতে কিছুদিন ধরে প্রচারপত্র বিলি ও জনসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রচারপত্র বিতরণে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমাদের আল্টিমেটাম ১৫ তারিখ পর্যন্ত।’

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া নিয়ে মতামত দেওয়ার জন্য সময় নিতে চায় বিএনপি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিষয়টা এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এটা একদিনের নোটিসে করা সম্ভব না।’

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা