বাংলাদেশের বিপক্ষে সহজ জয় ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১১:২৩
অ- অ+

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগ্রেসরা। তবে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে আগ ব্যাট করে বোর্ডে দুশো রানও জমা করতে পারেনি বাংলাদেশ। ১৯৯ রানের টার্গেটে খেলতে নেমে হেইলি ম্যাথুসের সেঞ্চুরিতে নিগার সুলতানা জ্যোতি বাহিনীকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসে সোমবার আইসিসি চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে (২০ জানুয়ারি) ৩১.৪ ওভারে ৯ উইকেটে জিতেছে স্বাগতিক দল। ফলে কঠিন হলো ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি টিকিটের বিষয়টি। সরাসরি টিকিটের জন্য আরও ৩ পয়েন্ট লাগবে টাইগ্রেসদের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে ১০ দলের মধ্যে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান এখন ৭ নম্বরে। স্বাগতিক ভারত ছাড়া এখান থেকে শীর্ষ ৫টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে। বাকিদের খেলতে হবে বাছাইপর্ব।

৯৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাথুস। তার ইনিংসটি সাজানো ১৬টি চারে। আরেক ওপেনার কিয়ানা জোসেফ ৭৯ বলে ৭০ রান। তার উইকেটটি নেন রাবেয়া খান। ওয়ানডাউনে নামা শেমাইন ক্যাম্পবেল অপরাজিত থাকেন ১৪ রান করে।

এর আগে ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাটে ২৫ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ। দেন্দ্রা ডটিনকে উইকেট দিয়ে ফারজানা বিদায় নেন ২২ বলে ১০ রান করে। এরপর শারমিন আক্তারের সঙ্গে জুটি বেধে দলকে সামনে নিয়ে যেতে থাকেন মুর্শিদা। ব্যক্তিগত ৪০ রানে মুর্শিদা ম্যাথুসের বলে ক্যাচ দেন ডটিনকে।

নিগার সুলতানা টেস্ট মেজাজে ৪৪ বলে ১৪ রান করে আউট হন। শারমিন আক্তার করেন ৪২। এরপর ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। স্বর্ণা ২৯ করে ফিরলে ৯ উইকেটে ১৯৮ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ডটিন নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান ম্যাথুস ও আলিয়া আলেনে।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালীর আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গুড্ডু আরিফ গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা