ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া জঞ্জাল সবাই মিলেই পরিষ্কার করতে হবে: মজনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৫৪| আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৭
অ- অ+

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, দেড় যুগের ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে রেখে যাওয়া জঞ্জাল দেশের সব রাজনৈতিক শক্তি মিলে পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার জনগণের সব ধরনের অধিকার হরণ করে এ দেশকে একটি বসবাসের অযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ছাত্র-জনতার সম্মিলিত রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানাগুলোর সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে খিলগাঁও, সবুজবাগ, মুগদা ,শ্যামপুর, কদমতলী, বংশাল ও ধানমন্ডি থানার ধারাবাহিক কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভা সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুঃশাসনের জঞ্জাল পরিষ্কার করে শহীদ জিয়ার ১৯ দফা এবং তারেক রহমান ঘোষিত তিনি দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে।

কর্মীসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক টিম ৮ এর প্রধান যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হাজী মীর হোসেন মিরু, ফারহাদ হোসেন, সদস্য জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার, হাজী জাকির হোসেন, নুরুল কাদির নাসিম প্রমুখ।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা