খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার

খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত ওরফে হোয়াইটকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়াসির আরাফাত ওরফে হোয়াইট খুলনা নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে ও নগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তৈমুর ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। নগরীর খালিশপুর থানায় তার নামে ৮টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের দ্বারা কার্যক্রম পরিচালনা করেন বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন