সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত একদিনের নবজাতককে জীবিত অবস্থায় ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজারের জালাল টাওয়ারের পেছনের ময়লার ভাগাড়ে নবজাতককে মামুন নামে এক ব্যক্তি দেখতে পান। পুরো শরীরে পোকা মাকড়ে আচ্ছন্ন ছিল৷ নবজাতকটির কান্না শুনে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে সোনারগাঁ থানার পুলিশের উপ-পরিদর্শক সারোয়ার ঘটনাস্থলে এলে তার কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, ‘স্থানীয় এলাকাবাসীর ৯৯৯ এ ফোন দিয়ে জানালে আমরা থানা পুলিশ অবগত হই৷ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। শিশুটিকে আমাদের কাছে রাখি৷ পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান সুমনের কাছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘নবজাতকটি কিভাবে এই ময়লার ভাগাড়ে আসলো তা তদন্ত করা হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান সুমন জানান, থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। বর্তমানে বাচ্চাটিকে সঠিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/৩১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে 
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা