নারী কর্মীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
অ- অ+
ফাইল ছবি

বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মহিলা কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোন চুক্তি/সমঝোতা স্মারক (MOU) নাই। বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মহিলা কর্মীদের বিভিন্ন ভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি মহিলা কর্মীগণকে নিয়ম বহির্ভূতভাবে ভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা/অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে। এ ধরনের কর্মকান্ডে বাংলাদেশি মহিলা কর্মীগণের আর্থিক/মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।’

‘এছাড়া, এ ধরনের কর্মকান্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে মহিলা কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি / সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি মহিলাদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা