পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় পথচারী নিহত
পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় জেলার অনন্ত বাজার পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লক্ষণ কুমার দাস (৫০)। তিনি পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষণাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।’
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন