১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ইসলামবাগের আগুন

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পুরান ঢাকার ইসলামবাগে লাগা আগুন।
শনিবার বিকাল ৩টা ১৭ মিনিটে লালবাগের ইসলামবাগে টিনশেড ঘরে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১ ঘণ্টা ১০ মিনিট চেষ্টার পর ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি ও সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন