গভীররাতে ধানমন্ডির সেই বাড়িতে অভিযানে কিছুই মেলেনি, বাসাটিতে কারা থাকতেন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৩
অ- অ+

মঙ্গলবার গভীররাতে রাজধানীর ধানমন্ডিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীর চালানো অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

একইসঙ্গে সেখান থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার কিংবা কোনো অস্ত্রও পাওয়া যায়নি। খবর ছিল ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী-এমপি আছেন এবং সেখানে প্রচুর অবৈধ অস্ত্র ও টাকা-পয়সা রয়েছে।

এমন খবরে মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডির বাসাটি ঘিরে রাখে র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরে রাত সোয়া ১১টার দিকে অভিযান শুরু হয়। সেখানে দুদক ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব সূত্র বলছে, মূলত অভিযান ছিল দুদকের। র‌্যাব তাদের সঙ্গে সমন্বয় করে অভিযানে অংশ নিয়েছিল। অভিযানে অবৈধ অস্ত্র কিংবা কোনো টাকা-পয়সা উদ্ধার হয়নি।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অপস) আসিফ খান তপু ঢাকা টাইমসকে বলেন, “অভিযানে কোনো কিছু মেলেনি। দুদককে সহায়তা করতে আমরা সেখানে ছিলাম।”

একই তথ্য জানিয়েছে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

জানা গেছে, ধানমন্ডির ওই ভবনে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী মন্ত্রী, এমপি বসবাস করতেন। যাদের মধ্যে অন্যতম সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা