কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৭৪ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯
অ- অ+

মুন্সিগঞ্জ সদরে জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ২ কোটি ৭৪ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩ টা হতে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড মুন্সিগঞ্জ সদরের দয়াল বাজার সংলগ্ন এলাকায় অবৈধ কারেন্ট জাল জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় ৬ টি জাল তৈরির কারখানা ও ৬ টি গোডাউন তল্লাশি করে ২ কোটি ৭৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৮ হাজার ৫০০ পিস সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৬ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা