ময়মনসিংহে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯
অ- অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রাইভেটকারের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল (৪৭)। তিনি ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সকালে অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলে নিহত হন। এসময় এক যাত্রী আহত হন। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার রেখে চালক পালিয়ে গেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা