দুই বগি রেখে খুলনায় চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন

রাজশাহী প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮
অ- অ+

রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুটি বগি রেখে খুলনায় চলে গেছে।

মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি ট্রেন থেকে খুলে যায়। তবে ওই বগিগুলোতে কোনো যাত্রী ছিল না।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।

এ বিষয়ে হরিয়ানা স্টেশনে মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা