তেজগাঁওয়ে গাঁজাসহ মাদক কারবারি নয়ন তারা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
অ- অ+

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি নয়ন তারাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একইদিন বিকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন তারা জানিয়েছে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে পূর্ব নাখালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় নারী মাদক কারবারি নয়ন তারাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা