জেল পালিয়েও শেষ রক্ষা হলো না মজনুর!

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম, মজনু মিয়া (২৪)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এটিইউ মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি ঢাকাটাইমসকে জানান, মজনু নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। ২০১৯ সালে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে আসামি মজনু মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা হয়।
মামলার তদন্ত শেষে মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালে আদালত মজনু মিয়াকে ছয় বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়। এরপর তিনি কারাগারে ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি মজনু মিয়া জেল থেকে পালিয়ে আত্মগোপনে যান। কারা কর্তৃপক্ষ এই ঘটনায় শেরপুর থানায় মামলা করেন। অবশেষে এটিইউয়ের অভিযানে তাকে ধরা পড়তে হলো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএস/এলএম)

মন্তব্য করুন