নোয়াখালীতে যৌথ অভিযানে এক দুষ্কৃতকারী আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৩:৫১| আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৪:২৫
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে এক দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতের নাম পিপলু চন্দ্র দাস (২৬)। তিনি তমরুদ্দিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং পুলিশের সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দিন ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে এক দুষ্কৃতকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

(ঢাকা টাইমস/০৬মার্চ/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা