ঢাকার জর্জ কোর্ট থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ২৩:৪২| আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২৩:৪৪
অ- অ+

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ঢাকা জেলা ও দায়রা জজ কোর্ট থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. শহীদুল ইসলাম (২২)। তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি।

বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকা থেকে র‍্যাব-১৪ এর সহায়তায় র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি কেরাণীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম ঢাকা জেলার জেলা ও দায়রা জজ আদালতের সিড়ির নীচ থেকে সু-কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে কোর্টে কর্মরত অফিসার-ফোর্স পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে বিচারক ও ঢাকার পুলিশ সুপার দেশে আসামির গ্রেপ্তারে বেতার বার্তা প্রেরণ করেন।

এছাড়া এ ঘটনায় ঢাকার জজ কোর্ট হাজতখানার ইন-চার্জ কোতয়ালী থানায় শহীদুল ইসলামের আসামি পলায়ন সম্পর্কে মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকা থেকে র‍্যাব-১৪ এর সহায়তায় র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা