বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেন্দিগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন, চরগোপালপুর ইউনিয়ন, আলিমাবাদ ইউনিয়ন ও শ্রীপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক লেংগুটিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. টিপু হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মেজবা উদ্দিন ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র জিয়াউদ্দিন সুজন প্রমুখ।(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

মন্তব্য করুন