চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ১৪:৫১
অ- অ+

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে তালিকাভুক্ত মাদক কারবারি মো. রুবেল গাজীকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত ওই এলাকায় সড়কে পুলিশের সাথে সমন্বয়পূর্বক এই ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে।

বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকায় সড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে পরিচালনা করা হয়। এসময় ৪০টি যানবাহন তল্লাশি করা হয়।

তিনি আরো বলেন, তল্লাশিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি রুবেল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার মাদক কারবারিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা