মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৮) আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হোসেন (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মানসিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় মানসিক হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।
এ ঘটনায় গত রবিবার ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার আসামিরা হলেন- হৃদয় হোসেনের দুই ভাই জসিম উদ্দিন (৩৩) ও সুজন মিয়া (৩০)।
পরিবারের অভিযোগ, হৃদয় হোসেন (২৫) নামের এক যুবক দীর্ঘদিন মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। গত ১৩ মার্চ রাতে চেতনানাশক প্রয়োগ করে অপহরণের পর তাকে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যা ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
১৯ মার্চ মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মানসিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্যসেবা হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে, আমি আসামিদের ফাঁসি চাই। পরিবারটি দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছি এবং মেয়েটির চিকিৎসার ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় আছি।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক রুমা আক্তার জানান, ধর্ষণ ও ভয়ভীতির কারণে মেয়েটি মানসিক ভারসাম্য হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় মানসিক স্বাস্থ্যসেবা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, হৃদয়কে আজ গ্রেপ্তার করা হয়েছে, অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে। আগামীকাল মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এমআর)

মন্তব্য করুন