অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থান ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যাট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি। এছাড়া বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, যা আরও উন্নতির দিকে যাচ্ছে।”
বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারা, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিলসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “থানাগুলোর অবস্থা অনেক ভালো। কিন্তু ভাড়া বিল্ডিং হওয়ায় অনেক সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা থানাগুলো আমাদের নিজস্ব জায়গায় করার চেষ্টা করছি। ভালো জায়গায় থানা হলে জনগণের সুবিধা হবে, বাহিনীরও সুবিধা হবে।”
তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের সমস্যা হলে আমরা সমাধান করব। ৫ আগস্টের পরে কিছুদিন সরকারই ছিল না। এরপর সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেটা আরও হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফাইড। উন্নতির আরও অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাব।”
এসময় তিনি জানান, কোনো নিরীহ মানুষের যেন হয়রানির শিকার না হতে হয় সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে, কোনো সন্ত্রাসী যেন ছাড় না পায়। যারা দুষ্কৃতকারী তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/এলএম/এফএ)

মন্তব্য করুন