সম্পর্কে প্রভাব ফেলে, এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে আহ্বান মোদির: বিক্রম মিশ্রি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৬| আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৫২
অ- অ+

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর শুক্রবার প্রথমবারের মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলে এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে আহ্বান জানিয়েছেন মোদি।

ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী এক বিশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।’

মিশ্রি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তার বৈঠকে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। এছাড়াও দুদেশের ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন যেকোনো বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন ‘প্রধানমন্ত্রী মোদি আরও আহ্বান জানিয়েছেন সীমান্তে, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম রোধ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেন।’

সূত্র: এএনআই

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা