পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয়করণ করেছিল বিগত সরকার: নাহিদ

পতিত আওয়ামী লীগ সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবেন বলে আশপা প্রকাশ করেছেন তিনি।
সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রের নবায়ন চান জানিয়ে এনসিপি-প্রধান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।’
রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই কেবল কোনো ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য একটি আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার দেখতে চাই।’
এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, ‘ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাব।’
অনুষ্ঠানে দলের সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন, সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/মোআ)

মন্তব্য করুন