ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:২৯
অ- অ+

আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার অন্তর্বর্তী সরকারের প্রতি এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস গত কয়েক মাস ধরে বলে আসছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপিসহ ১২ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বুধবার প্রফেসর ড. ইউনুসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকেও বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। অপরদিকে সরকারের পক্ষ থেকে আবারো বলা হয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি, সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা।

বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার আরও বলেন, সরকারের উচিত জাতীয় নির্বাচনের সময়সীমা যাতে কোনোভাবেই চলতি বছরের ডিসেম্বর মাস অতিক্রম না করে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা প্রদান করা। নির্বাচন যদি নানা বাহানায় ডিসেম্বরের পরে চলে যায়, বা দীর্ঘায়িত হয়, তাহলে দেশে নানা সংকট দেখা দিতে পারে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা