অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে কারাদণ্ড কালের কণ্ঠের সাংবাদিকের

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদে সরকারি কাজে বাধা ও প্রকৌশলীকে লাঞ্ছনার অভিযোগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এই রায় দেন।
৪০ বছর বয়সী রোকনুজ্জামান টিপু বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মৃত আইয়ুব আলীর ছেলে। জাতীয় দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি টিপু তালা সদরের মহল্লাপাড়ায় থাকেন।
জানা গেছে, তালা উপজেলা পরিষদের নির্মাণাধীন কমপ্লেক্স ভবনে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে সাংবাদিক টিপুর কথা-কাটাকাটি হয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষই বিষয়টি ইউএনওকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন। এরপর রোকনুজ্জামান টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও দুই শত টাকা জরিমানা করেন ইউএনও।
প্রকৌশলী মামুন আলম অভিযোগ করে বলেন, ‘আমি কাজ তদারকির সময় সাংবাদিক টিপু হঠাৎ এসে আমাকে ঘুষি মারেন।’
অন্যদিকে সাংবাদিক টিপু বলেন, ‘নির্মাণকাজের গুণগত মান নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি হামলার শিকার হই। প্রকৌশলী তার ছাতা দিয়ে আমাকে আঘাত করেন, তখন আত্মরক্ষার্থে আমি প্রতিরোধ করি।’
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, ‘আমি তখন অফিসের বাইরে ছিলাম। ফিরে এসে সহকর্মীর ওপর হামলার ঘটনা জানতে পারি।’
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন, ‘একজন সাংবাদিক আমার একজন কর্মকর্তাকে মারধর করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের সাক্ষ্য গ্রহণ করি। সাক্ষ্যে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে (সাংবাদিক) ১৭৬ ধারায় ১০ দিনের সাজা ও ২০০ টাকা জরিমানা করা হয়।’
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তালা উপজেলার সাংবাদিকরা এক বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/মোআ)

মন্তব্য করুন