কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ১১:৩৬
অ- অ+

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইস্পাহানির অঙ্গীভূত প্রতিষ্ঠান- অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস এ চুক্তি হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত এবং এম. এম. ইস্পাহানি লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান, আন্দরকিল্লা শাখার শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, আগ্রাবাদ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ উদ্দীন, এম. এম. ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার মুহাম্মদ এরশাদ হারুন, অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটসের ম্যানেজার মো. বদরুজ্জামান খান, পিটাস্টপ ফুডস লিমিটেডের ডেপুটি ম্যানেজার উদায়ন বড়–য়া বাবুসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আয়োজকেরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে গ্রাহকেরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন।

(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা