মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মুহাম্মাদ আবদুল্ল্যাহ আল জাভেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৭ মে (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
এ অবস্থায় উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ২২ মে (বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়া অনুমোদন করা হয়, যা রবিবার অধ্যাদেশ আকারে জারি হয়। অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর থেকেই আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ-মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকেই এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২৬মে/এলএম/এফএ)

মন্তব্য করুন