সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
সশস্ত্র বাহিনীর ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক বিভাগের ডিন, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামছকে একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স বিভাগের ডিন, ব্রিগেডিয়ার জেনারেল সূফী মো. আতাউর রহমানকে বিইউপির কন্ট্রোলার অব এক্সামিনেশন, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন, কমান্ডার মোহা. মিলটন কবিরকে নৌবাহিনীতে প্রত্যাবর্তন, লে. কমান্ডার ইমতিয়াজ আলমকে বরিশাল মেরিন একাডেমিতে পদায়ন, কমান্ডার রাহাত খান চৌধুরীকে নৌবাহিনীতে প্রত্যাবর্তন ও লে. কমান্ডার মো. মামুনুর রহমান মুনকে রংপুর মেরিন একাডেমিতে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্তকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য দুটি আদেশে বলা হয়, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর।
ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসএস/ইএস
মন্তব্য করুন