ডিএমপির দুই এডিসিকে সংযুক্ত
ডিএমপির গুলশান ও তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ জিয়াউল হক ও মো. খলিলুর রহমান।
মঙ্গলবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অপর এক আদেশে দুইজন এডিসি এবং একজন এসিকে বদলি করা হয়।
ডিএমপির আদেশে বলা হয়েছে, তেজগাঁও জোনের এডিসি মোহাম্মদ জিয়াউল হককে ডিএমপি সদর দপ্তরে, ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের এডিসি মো. তানভীর হোসেনকে তেজগাঁও জোনে, অর্থ বিভাগের এডিসি মো. রাকিব হাসানকে গুলশান জোনে, গুলশান জোনের এডিসি মো. খলিলুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার রতন কান্তি রায়কে গোয়েন্দা বিভাগের কনসালট্যান্ট বিভাগে বদলি করা হয়েছে।
ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএস/এফএ)
মন্তব্য করুন