সুনামগঞ্জে প্রধান শিক্ষকের পক্ষে-বিপক্ষে সংঘর্ষে অর্ধশত আহত
একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের আন্দোলনকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এ সহিংসতা ঘটে।
নানা অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক তদবির আলমের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মাস খানেক ধরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে। এ নিয়ে শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা একাধিকবার উচ্ছৃঙ্খল আচরণ করলে শিক্ষকরা বিদ্যালয়ে কয়েক দিন ক্লাস বর্জন করেন।
রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে-বিপক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অর্ধশত আহত হয়। এর মধ্যে ৩১ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়নি।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/মোআ)
মন্তব্য করুন