বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত, চলছে অভিযান
বান্দরবানের রুমার গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিনজন সদস্য মারা গেছেন।
রবিবার এই অভিযানে অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
এদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
অভিযান চলমান আছে বলেও জানিয়েছে আইএসপিআর।
ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এফএ)
মন্তব্য করুন