ফুটপাতে দোকান নিয়ে দ্বন্দ্ব: সুনামগঞ্জে ছুরিকাঘাতে দুই ভাইসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৩:১৩
অ- অ+

ফুটপাতে ভাসমান দোকানের জায়গায় দখল করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে দুই দোকানির মধ্যে সংঘর্ষে দুই ভাই ছুরিকাঘাতসহ তিনজন আহত হয়েছেন।

ছুরিকাঘাতে আহত দুই ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার রাত আটটায় সুনামগঞ্জের দিরাই পৌরশহরের সেনমার্কেটের সামনে দিরাই বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছুরিকাঘাতে আহতরা হলেন- কৃষ্ণ পালের ছেলে পিয়াজু বিক্রেতা স্বপন পাল (২৫) ও রিপন পাল (২৭)। অপর আহত হলেন- আচার বিক্রেতা জগদীশ ( ২৬) পাল। তারা সকলেই পৌর সদরের ২নং ওয়ার্ডের লামা হাটির বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, দিরাই থানা পয়েন্টের সেন মার্কেটের সামনে ফুটপাতে ভাসমান দোকানের জায়গা দখল নিয়ে রিপন ও জগদীশের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে রাতে প্রথমে কথা কাটাকাটি ও পরে বাজার ব্রিজের পাশে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথমে কথা কাটাকাটি শেষে জগদীশ পাল বাজারের দিকে যাচ্ছিলেন। স্বপন পাল ও রিপন পাল জগদীশের পেছন থেকে হামলা করে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ সময় জগদীশ তার আচারের ভ্যানে থাকা চাকু দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কোপ দেয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় স্বপন পাল ও রিপন পালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা