আলফাডাঙ্গায় জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ২০:৫২
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার ইউসুফের বাগ জামিয়া রশিদিয়া মাদ্রাসায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি ঘোষণা করা হয়।

উপজেলার চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি ও ইউসুফের বাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা শরফুদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

কর্মী সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাশেমী।

এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলামের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফরিদউদ্দীন আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল হোসেন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহায়তা চায় বাংলাদেশ
ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
সাবেক এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
ফেনীতে কৃষকের মনে কষ্টের মেঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা