গোপালগঞ্জে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:১২
অ- অ+

সব ধরনের সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল কারাবন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

সময় গোপালগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সুবেদার মো. মাসুদুজ্জামান মনিরুল ইসলামের নেতৃত্বে সিপাহী জমসেদ, সাবেক বিডিয়ার সদস্যের কন্যা তানজিমাসহ অন্যান্য চাকুরিচ্যুত বিডিআর ছাড়াও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন। তাদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার বিভিন্ন দাবি লেখা প্লাকার্ড।

মানববন্ধনে জেলবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি সব চাকরিচ্যুত সদস্যের চাকরিতে পুনর্বহাল এবং ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় বিচারের দাবি জানান তারা।

পরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা