সাবেক সেনা কর্মকর্তা মতিউর রহমান জুয়েলকে বরণ করল রাজবাড়ীবাসী
অবসর গ্রহণের পর প্রথমবার নিজ জেলায় পদার্পণ উপলক্ষে লেফটেন্যান্ট জেনারেল (অব.) এস এম মতিউর রহমান জুয়েলকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে রাজবাড়ী জেলাবাসী।
বুধবার দুপুরে ঢাকা থেকে রাজবাড়ীতে পৌঁছান মতিউর রহমান জুয়েল। ফেরিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে পৌঁছালে তাকে বরণ করেন রাজবাড়ীর পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার শত শত মানুষ।
পরবর্তীতে পাংশার কসবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘প্রান্তিক জনকল্যাণ সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময় রাজবাড়ীতে সাবেক এই সেনা কর্মকর্তার অবদানের কর্মকাণ্ড তুলে ধরে তাকে নিয়ে প্রশংসা করেন স্থানীয় গণমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে মতিউর রহমান জুয়েল বলেন, আমি চাকরী জীবনের ৪১ বছর সেনাবাহিনীতে ছিলাম। চাকরির কারণে এই দীর্ঘ সময়টাতে চাইলেও অনেক সময় আপনাদের পাশে থাকতে পারিনি। আমি বুঝতাম অনেকেই আমার সঙ্গে খোলামেলা কথা বলতে চান, কিন্তু আমার সময়ের অভাব ছিল। বাড়িতে সকালে এলে বিকালে চলে যেতে হতো। এজন্য আপনাদের সঙ্গে কথা বলা হয়নাই। তাছাড়া সামরিক চাকরির সীমাবদ্ধতার জন্য আমি ইচ্ছা করলেও সবার সাথে কথা বলতে পরতাম না। কিন্তু এখন আমি মুক্ত, সাধারণ বেসাময়িক মানুষের মতো সবার সাথে মিশতে পারব।
লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ১৯৬৫ সালের ২৪ নভেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।
কর্ম জীবনে তিনি র্যাব ও সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সবশেষ এই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত করে তাকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। ২০২৩ সালের ২৩ নভেম্বর লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান চাকরি থেকে অবসরে যান।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএম/ইএস)
মন্তব্য করুন