শুল্ক-বাণিজ্য: আজ রাত নয়টায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ তৃতীয় দিনের বৈঠক

দ্বিতীয় দফার শুল্ক-বাণিজ্য চুক্তিবিষয়ক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনের আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় তৃতীয় দিনের বৈঠক বসবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই উঠে আসে।
বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন অ্যাসিসটেন্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডন লিঞ্চ। আরও অংশ নেন যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা।
তৃতীয় দিনে বৈঠক আজ বাংলাদেশ সময় শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় আবার বসবে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১১জুলাই/মোআ)

মন্তব্য করুন