ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় শিক্ষার্থীদের মশাল মি‌ছিল

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬
অ- অ+

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ার আজিজুল হক কলেজে মশাল মি‌ছিল ক‌রে‌ছেন শিক্ষার্থীরা । সোমবার রাত সা‌ড়ে ৯টার দিকে ক‌লে‌জের প্রধান গেট‌ থে‌কে মশাল মি‌ছিল‌টি বে‌র হ‌য়ে ক‌লেজ ক্যাম্পাস প্রদক্ষিণ ক‌রে বটতলায় এসে শেষ হয়।

শিক্ষার্থীরা মিছিলে ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘হাইকমিশনে/আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

এ সময় সেখা‌নে এক সং‌ক্ষিপ্ত বি‌ক্ষোভ সমা‌বেশ অনুষ্ঠিত হয়। সমা‌বে‌শে বক্তব্য দেন সা‌কিব খান এবং আল জা‌বের হক্কানী।

সমা‌বে‌শে‌ বক্তারা জানান, এই হিন্দুত্ববাদী দেশ ভারত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা তা রুখে দেবে।

আরও বলেন, ভারতের আগরতলায় কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে আক্রমণ করা হয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, তারা প্রশাসনিকভাবে যেন মোকাবিলা করে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’

সমাবেশে শিক্ষার্থীরা উল্লেখ ক‌রেন, ভার‌তের যেকোনো আগ্রাস‌নের বিরু‌দ্ধে রু‌খে দাঁড়াতে বাংলা‌দে‌শের ছাত্র সমাজ প্রস্তুত র‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর
ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন
যুবদল সভাপতি মুন্নার বোনের ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা