সখীপুরে বন মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:২১| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মনির উপজেলা নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি সখীপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ অবৈধভাবে সরকারি সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে গজারি কপিচ কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবরদখল করায় জামায়াত নেতা মনির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়।

স্থানীয়য় বন কর্মকর্তা (বিট অফিসার) এ. কে. এম সাফেরুজ্জামান মুঠোফোনে বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। পর্যায়ক্রমে দখলদারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং বন উদ্ধার করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা