সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলার আসামি মান্নান ফকির কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭
অ- অ+

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি তাঁত ব্যবসায়ী মান্নান ফকিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মান্নান ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালু লুটের সাতটি মামলা রয়েছে। এছাড়া ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। মান্নান ফকির এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকিরের ভাই।

বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ হোসেন বলেন, অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে যমুনা নদীর তীরের আজুগড়া বাঁধ এলাকায় ভূমি দখল করে মান্নান ফকিরের অবৈধভাবে গড়ে তোলা ‘ভাসমান কফি হাউস’র নির্মাণকাজ বন্ধ ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা