সখীপুরে ঈদের দিন লাবিব গ্রুপের ১০ লাখ টাকা সহায়তা 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ১২:২৪| আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৩
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে ৪০ জন অসহায় ও দরিদ্র রোগীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিন দুপুরে সখীপুর পৌর শহরের রায়দা ভিলেজে এসব রোগীদের অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে উপজেলার ৪০ জন জটিল ও অপারেশনের রোগীদের এ অর্থ সহায়তার আওতায় আনা হয়।

এসময় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “লাবীব গ্রুপ গত ২৫ বছর ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে এসব মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, লাবিব গ্রুপ পবিত্র রমজান মাসে বাসাইল-সখীপুরের অন্তত ১৫ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করে।”

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা