বোয়ালমারীতে গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৫, ১৪:৪৮
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই ভাইকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মতলেব ফকিরের ছেলে ইমরুল ফকির (৩৬) ও সুজাত ফকির (২৯)।

সোমবার দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর গ্রামে মতলেব ফকিরের বাড়িতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাবার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমরুল ফকিরের বসতঘর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ২০ প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। প্রতি প্যাকেটে প্রায় ১ কেজি করে গাঁজা রয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে মাদক মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সরণির (১৯)খ ধারায় একটি মাদক মামলা দায়ের কর হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাদের ফরিদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা