কলাপাড়ায় বেড়িবাঁধ সংলগ্ন স্লুইস গেটের বেহাল অবস্থা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৫, ১২:৫২| আপডেট : ২৭ জুন ২০২৫, ১৯:৩৩
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধের উপর অর্ধ ভঙ্গুর হয়ে বেহাল অবস্থায় রয়েছে জনগুরুত্বপূর্ণ একটি স্লুইস গেট। চলতি বর্ষা মৌসুমে যেকোন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে সম্পূর্ণ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ স্লুইস গেটসহ বেড়িবাঁধটি। এতে ফসলের জমির ক্ষতিসহ চরম দুর্ভোগের আশঙ্কা করছেন ওখানকার ৮-১০টি গ্রামের কয়েক হাজার মানুষ।

বলছিলাম উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নাম্বারের স্লুইস গেটের কথা। স্থানীয়দের কাছে যা কালামের স্লুইস গেট নামেও পরিচিত। অতিদ্রুত এটাকে সংস্কার করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধ সংলগ্ন স্লুইস গেটটি অবস্থিত। কিছুদিন আগের নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধসহ স্লুইস গেটটি প্রায় অর্ধেকের বেশি ভেঙে গেছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত পানিতেই যেকোন সময় পুরোপুরি ভেঙে যেতে পারে স্লুইস গেটটি। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে, কৃষি জমির চাষাবাদসহ ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই এলাকার খেটে খাওয়া মানুষগুলোর।

স্থানীয় বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইস গেটটি খুবই খারাপ অস্থায় রয়েছে। যেকোন সময় এটি সম্পূর্ণ ভেঙে যাতায়াতসহ গ্রামে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিদ্রুত বেড়িবাঁধসহ স্লুইস গেটটি সংস্কারের দাবি জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধ সংলগ্ন এ স্লুইস গেটটি খুবই দুর্বল অবস্থায় রয়েছে। যেকোন সময়ে এটি ভেঙে কয়েকটি গ্রামের মানুষ প্লাবিত হতে পারে। অতিদ্রুত এটাকে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছ্বাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নাম্বার স্লুইস গেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

(ঢাকা টাইমস/২৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা