জাবিতে ফুটবল খেলা নিয়ে শিক্ষকের দিকে তেড়ে গেলেন শিক্ষার্থী

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:২০| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তবিভাগ ফুটবল খেলায় অর্থনীতি বিভাগ পাবলিক হেলথ বিভাগের মধ্যে ম্যাচ চলাকালীন দুই পক্ষের বাগবিতন্ডার সময় পাবলিক হেলথ বিভাগের এক শিক্ষার্থী অর্থনীতি বিভাগের এক শিক্ষকের দিকে তেড়ে যান এবং গালাগালি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘটনা ঘটে।

মারতে তেড়ে আসা শিক্ষার্থীর মোহাম্মদ ইমন। সে পাবলিক হেলথ বিভাগের (৪৮ তম) ব্যাচের এবং শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী। ইমন পাবলিক হেলথ বিভাগের ছাত্র সংসদের ভিপি।

পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, ‘স্যার আমাদের খেলোয়াড়ের গায়ে হাত তুলেছিলেন, এজন্য আমি স্যারের সাথে কথা বলার জন্য পেছন পেছন গিয়েছিলাম। আমি একজন শিক্ষককে কেন মারতে যাবো?’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক রনি হোসাইন বলেন, ‘দুজন খেলোয়াড় মাটিতে পড়ে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আমি তাদের ছাড়িয়ে দিতে যাই। এর মধ্যেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে পাবলিক হেলথের এক শিক্ষার্থী আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমার দিকে তেড়ে আসছিল।’

খেলার মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজকের খেলাকে কেন্দ্র করে যে ঝামেলা তৈরি হয়েছে তা রাতে অনুষ্ঠেয় মিটিংয়ে তুলবেন। শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, তা তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।’

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী আমাদের একজন শিক্ষকের সাথে যে খারাপ ব্যবহার করেছে, এটা কোনোভাবে কাম্য নয়। এটা আমাদের পুরো শিক্ষক সমাজকে অপমানিত করা। সঠিক তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।’

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: সিএ প্রেস উইং
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা