জাবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ 

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ। আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় মোট ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ।

মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অর্থনীতি বিভাগ ও বাংলা বিভাগের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। পরবর্তীতে অর্থনীতি বিভাগ টাই ব্রেকারে ৪-৩ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী পলক ও সাবেক এমপি সাদেক রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা