মুক্তি পাচ্ছে ছাত্রলীগের হাতে নিহত আবরারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষ। ২০১৯ সালের ৭ অক্টোবরের গভীর রাত। হলটির আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল বুয়েট ছাত্রলীগের একদল কর্মী। নিষিদ্ধ ছাত্র সংগঠনটির সেই পৈশাচিকতা গোটা দেশ নাড়িয়ে দিয়েছিল।
পাঁচ বছর পর সেই আবরার ফাহাদ হত্যা নিয়ে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেন। শর্টফিল্মটিতে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর।
মুক্তির আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে।
আবরার ফাহাদ হত্যা নিয়ে নির্মিত ‘রুম নম্বর ২০১১’ পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্যের রিমেক করে আলোচনায় এসেছেন। এর মধ্যে আছে ‘মনপুরা’, ‘থ্রি ইডিয়ট’সহ বেশ কিছু সিনেমা।
তরুণ এই নির্মাতা জানান, ‘রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয়। আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।
তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গত সেপ্টেম্বরে জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আসছে...‘রুম নম্বর ২০১১’।
ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে তার দুটি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিশ্ববিদ্যালয়ের ২০১১ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার ওপর নির্মম নির্যাতন চালায় ছাত্রলীগের কর্মীরা। মারা যান আবরার ফাহাদ।
নির্মম ওই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে বিশ্ববিদ্যিালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। পরে খবরে আসে, সেই ২০১১ নম্বর রুমটিকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করতো ছাত্রলীগ। সেখানে যাকে-তাকে তুলে নিয়ে চালানো হতো অমানসিক নির্যাতন।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)
মন্তব্য করুন