আহমেদাবাদ শিশু চলচ্চিত্র উৎসবে ৩৫ ইরানি ছবি
আহমেদাবাদ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের (এআইসিএফএফ) এবারের ষষ্ঠতম আসরে ইরান থেকে ৩৫টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে। ভারতের আহমেদাবাদে ৩০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উৎসবের আনুষ্ঠানিক বাছাইয়ের জন্য ইরানি চলচ্চিত্রের ক্যাটাগরি তালিকায় রয়েছে শর্ট এবং ফিচার ফিল্ম, অ্যানিমেশন এবং ডকুমেন্টারি।
ইরানি সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাবাক খাজেহপাশার ফিচার ফিল্ম ‘ইন দ্য আর্মস অব অ্যা ট্রি’ এবং হোসেইন ঘেনা'তের ‘সেলফি উইথ রোস্তম’, সাইয়্যেদ আহমদ আলমদারের ফিচার অ্যানিমেশন ‘অ্যা প্যাসেনজার ফ্রম গনোরা’, ছোট অ্যানিমেশন এরফান পার্সাপুরের ‘দ্য অ্যালকেমিস্টস অ্যাপ্রেন্টিস’ এবং মেহেদি সেদিঘির ‘দ্য স্প্লিন্ট’।
ডকুমেন্টারির মধ্যে রয়েছে মাহদি জামানপুর কিসারির ‘অ্যাঙ্গেলস’, ফারবোদ ফারহাদিয়ের স্টুডেন্ট ফিল্ম ‘ডার্ক চকোলেট’ এবং এলনাজ আতাইয়ের ‘মেনু’ । শর্ট ফিল্মের মধ্যে রয়েছে মোহসেন খোদাবন্দেহের ‘সু’, ওয়াহিদ কেরমানি এর ‘জাফরানিয়াহ’ এবং মেহেরদাদ আজিজের ‘সওদাদে’। সূত্র: তেহরান টাইমসঢাকাটাইমস/২৩নভেম্বর/ইএস
মন্তব্য করুন