যুবদল নেতা শামীম হত্যা: বিপিপির চেয়ারম্যান বাবুল-সাবেক সচিব মহিবুল ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৫
অ- অ+

যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের (৬৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ রিমান্ডের আদেশ দেন।

গত ১৮ নভেম্বর দিনগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন গত ১৯ নভেম্বর তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ড আবেদন করেন। সেদিন মামলা মূল নথি না থাকায় রিমান্ড শুনানির দিন ২৪ নভেম্বর ঠিক করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আর গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গত ২১ নভেম্বর তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন এ আসামির মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেন দিয়ে ২৪ নভেম্বর রিমান্ড শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী উভয় আসামিকে এদিন কারাগার থেকে আদালতে হাজিরা করা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডেরর আদেশ দেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/আরজেড/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
কালিয়াকৈর রেঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইঁদুর-বিড়াল খেলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা