হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪০| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:১২
অ- অ+

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

এদিন উত্তরার ফজলুল করিম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বেশ কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

ফজলুল করিম হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুল করিমসহ আরও অনেকে। ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি মামুন ৬ নম্বর আসামি।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেডআর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা