অর্থ আত্মসাতের মামলা: আপিল বিভাগে জামিন পাননি হলমার্কের চেয়ারম্যান জেসমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫৩
অ- অ+

জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালত আদেশে বলেছেন, তিন মাস পর আবেদনটির শুনানি হবে। এই সময়ের মধ্যে দুদককে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিন আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের এই মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুলসহ জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করলে একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
রেকর্ড জুটির পরও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার, যা বলছেন জাহানারা 
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা