নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৪| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩
অ- অ+

ক্ষমতাচ্যুত সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেমন, ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সকালে রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

এর মধ্যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় হাতিরঝিল থানায় হওয়া মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

অন্যদিকে, শাহবাগ থানার নতুন হত্যা মামলায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে এবং রামপুরা থানার নতুন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই-আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ রয়েছে ইনু, মেনন, দীপু মনি ও পলকদের। এর আগেও বিভিন্ন মামলায় তারা রিমান্ডে ছিলেন।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা