উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে চলছে পেশাদার রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ।
ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে শনিবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে ২১ পদের মধ্যে অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ণ সম্পাদক, কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন।
এর মধ্যে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। এরা হলেন, আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), আমিনুল হক ভুইয়া (দৈনিক গণমুক্তি), মো. বোরহান উদ্দীন (ঢাকা মেইল), মো. ফারুক আলম (আলোকিত বাংলাদেশ), জুনায়েদ শিশির (দ্যা সাউথ এশিয়ান টাইমস), এস ইউ সেলিম (এস এ টিভি), মুহাম্মদ ফজলুল হক (জাগো নিউজ), সুমন চৌধুরী (বাংলাদেশ কণ্ঠ)।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হাসিমুখে বের হচ্ছেন।
ঢাকাটাইমস/৩০নভেম্বর/আরএইচ/ইএস
মন্তব্য করুন